স্মার্টফোনে বিজয় কি-বোর্ড নিয়ে আদেশ প্রত্যাহারে বিটিআরসিকে আইনি নোটিশ
আমদানিকৃত ও স্থানীয়ভাবে তৈরি অ্যান্ড্রয়েড ফোনে বিজয় কি-বোর্ড প্রি-ইনস্টল করার আদেশ প্রত্যাহার করতে বিটিআরসিকে আইনি নোটিশ দিয়েছেন বাংলাদেশ মোবাইল ফোন কনজিউমার অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ।
নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে ওই আদেশ প্রত্যাহারে আজ সোমবার বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিবকে তিনি এ আইনি নোটিশ দেন।
গত ১৭ জানুয়ারি সব ধরনের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে বিজয় অ্যান্ড্রয়েড প্যাকেজ কিট (এপিকে) ব্যবহারের নির্দেশ দেয় বিটিআরসি।
মহিউদ্দিন আহমেদের আইনজীবী ইশরাত হাসানের মাধ্যমে পাঠানো আইনি নোটিশে বলা হয়, বিটিআরসির এ আদেশ সম্পূর্ণ স্বেচ্ছাচারী এবং কমিশন এ ধরনের আদেশ দেওয়ার ক্ষমতা রাখে না।
মহিউদ্দিন আহমেদ ডেইলি স্টারকে বলেন, 'বিটিআরসি এখনো তাদের ওই আদেশের বৈধতা দেখায়নি। তাই আদেশ প্রত্যাহার করা উচিত।'
নোটিশে আরও বলা হয়েছে, বিটিআরসির আদেশে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে এবং তা প্রতিযোগিতা আইন লঙ্ঘন করেছে।