![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/resize?width=800&quality=75&path=uploads/news/2023/Jan/23/1674486359736.jpeg)
রমেক হাসপাতালের পরিচালককে বদলি
অবশেষে ইন্টার্ন চিকিৎসক ও চতুর্থ শ্রেণি কর্মচারীদের আন্দোলনের মুখে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পরিচালক ডা. শরীফুল হাসানকে বদলি করা হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আলমগীর কবীর।
আদেশে ডা. শরীফুল হাসানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক থেকে রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে পদায়ন করা হয়।