You have reached your daily news limit

Please log in to continue


বিশু শিকদারের দুই মেয়ের দায়িত্ব নিলেন জেমস্

‘দুষ্টু ছেলের দল’ খ্যাত গীতিকার বিশু শিকদারের দুই কন্যাসন্তানের দায়িত্ব নিলেন নগরবাউল খ্যাত জনপ্রিয় ব্যান্ডতারকা জেমস্।

সোমবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকা থেকে সড়কপথে নড়াইলের লোহাগড়ার ধোপাদহ গ্রামে অকাল প্রয়াত গীতিকার বিশু শিকদারের বাড়িতে আসেন জেমস্। পরে তিনি বিশু শিকদারের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এ সময় জেমসের ম্যানেজার রবিন ঠাকুরসহ সহকর্মীরা উপস্থিত ছিলেন।

বিশু শিকদারের ছোট ভাই শাহ্ আলম শিকদার বলেন, ‘ব্যান্ডতারকা জেমস্ সদ্যপ্রয়াত আমার বড়ভাই বিশু শিকদারের দুই কন্যাসন্তান সঙ্গীতা ও সুকন্যার সার্বিক দায়িত্ব নিয়েছেন।

গত শনিবার (২১ জানুয়ারি) বিকেলে গীতিকার এস এম সেলিম শিকদার ওরফে বিশু শিকদার হৃদরোগে আক্রান্ত হয়ে নিজবাড়িতে মারা যান। রোববার সকাল ১০টায় ধোপাদহ ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন