কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এজেন্টরা কেমন আছেন

প্রথম আলো প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩, ১৬:৩৫

সিঙ্গাপুরে নির্মাণ খাতে কাজ করার সময় প্রবাসী আয় পাঠাতে গিয়ে ইসলামী ব্যাংকের কয়েকজন কর্মকর্তার সঙ্গে পরিচয় হয়। একপর্যায়ে দেশে ফিরে কিছু করার চিন্তা করি। তখন ওই কর্মকর্তারা এজেন্ট ব্যাংকিংয়ের আউটলেট খোলার পরামর্শ দেন। ২০১৭ সালের ডিসেম্বরে আমি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারে প্রথম একটি এজেন্ট ব্যাংকিং আউটলেট খুলি। শুরুর থেকেই সাড়া পেয়েছি। বর্তমানে বোরহানউদ্দিন, তজুমদ্দিন ও দৌলতখান উপজেলায় আমার মোট পাঁচটি এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে। এসব শাখায় প্রায় ১৫ হাজার ব্যাংক হিসাবধারী গ্রাহক আছেন। পাঁচটি শাখায় গ্রাহকদের মোট আমানত রয়েছে ৫৮ কোটি টাকা। এখন পর্যন্ত সাত কোটি টাকার বেশি ঋণ দিতে পেরেছি। সব মিলিয়ে মাসে প্রায় আট লাখ টাকা আয় হয়। আমাদের সঙ্গে কাজ করছেন ৩০ জন কর্মী। এজেন্ট ব্যাংকিংয়ে নিরাপদ আয়ের ব্যবস্থা হয়েছে। পাশাপাশি এই পেশা সামাজিকভাবে আমাদের অনেক সম্মানিত করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও