![](https://media.priyo.com/img/500x/https://www.channelionline.com/wp-content/uploads/socialmark-images/1674464494908840.jpg)
প্রথমবার একসঙ্গে রণবীর-শ্রদ্ধা, নজর কাড়লো রসায়ন
প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন অভিনেতা রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর। বলিউড পাচ্ছে নতুন একটি জুটিকে। প্রকাশ পেয়েছে এই জুটির ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কর’-এর ট্রেলার।
ট্রেলারে রণবীর-শ্রদ্ধার রসায়ন দেখে মুগ্ধ দর্শকরা। অনেকদিন পর রোম-কম সিনেমায় রণবীরকে পেয়ে ভক্তদের উচ্ছ্বাসের বাধ যেন ভেঙে পড়ছে।
ট্রেলারে রণবীর-শ্রদ্ধার পোশাকও ছিল চোখে পড়ার মতো। দুইজনেই ঝলমলে রঙিন পোশাকে দেখা গেছে। শ্রদ্ধাকে দেখা গেছে বিকিনিতে।