আইনস্টাইন কখনো মোজা পরেননি
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩, ১১:৩১
সর্বকালের সেরা তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী হিসেবে স্বীকৃত আইনস্টাইনের কথা ভাবলেই মানুষের চোখে সাধারণত ভেসে ওঠে উষ্কখুষ্ক চুল এবং পোশাক-পরিচ্ছদের ব্যাপারে খামখেয়ালি একটি চেহারা। আপেক্ষিকতা, কোয়ান্টাম তত্ত্ব, ফটো ইলেকট্রিক ইফেক্টসহ নানা বিখ্যাত তত্ত্ব দেওয়া এই নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী সম্পর্কে একটি তথ্য হয়তো অনেকেই জানেন না। আর সেটি হলো—তিনি কখনো মোজা পরতেন না! আবহাওয়া গরম থাকুক কিংবা প্রচণ্ড শীত।
এ নিয়ে ওই সময়ও অনেকে কৌতূহল ছিল। ব্যাপারটা নিয়ে একাধিকবারই তাঁকে জবাব দিতে হয়েছে।
মোজা না পরার কারণ সম্পর্কে আইনস্টাইন বলেছিলেন, তিনি মোজা এবং জুতা একসঙ্গে পরার উদ্দেশ্য বুঝে উঠতে পারেন না!