শীর্ষ গেমিং ল্যাপটপ

সমকাল প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩, ১০:৩৫

বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও ডলারের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে দেশের কম্পিউটার বা ল্যাপটপের বাজারেও। পাশাপাশি আমদানীকৃত কম্পিউটার পণ্যে বাড়তি শুল্ক্ক আরোপ করায় ল্যাপটপের দাম এখন বেশ চড়া। এমনিতেই সাধারণ কাজে ব্যবহার করা ল্যাপটপের চেয়ে গেমিং ল্যাপটপের দাম সব সময়ই বেশিই থাকে। কেননা, গেমিংয়ের জন্য প্রয়োজন উচ্চ পারফরম্যান্সের ল্যাপটপ।


গেমিং ল্যাপটপে প্রয়োজন হয় বাড়তি ক্ষমতার প্রসেসর, র‌্যাম, মাদারবোর্ড, এসএসডি কার্ড ও গ্রাফিক্স কার্ডের মতো যন্ত্রাংশ। শীর্ষ ব্র্যান্ডের পিসি নির্মাতার অধিকাংশেরই রয়েছে বিভিন্ন মডেলের গেমিং ল্যাপটপ। এসব ব্র্যান্ডের মধ্যে আসুস, রেজর, গিগাবাইট, এমএসআই, লেনোভো ও এলিয়েনওয়্যারের নাম উল্লেখ করা যেতে পারে। কেনার আগে গেমিং ল্যাপটপ কিন্তু আর দশটা সাধারণ কাজের জন্য নয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে