![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2023/01/online/facebook-thumbnails/Untitled-18-samakal-63cd8e2cc65ab.jpg)
সন্তান চায় না চীনের তরুণ প্রজন্ম
চীনে অধিক জনসংখ্যাকে একসময় সমস্যা হিসেবে দেখা হতো। জনসংখ্যা নিয়ন্ত্রণে দেশটি এক সন্তান নীতি গ্রহণ করেছিল। তবে গত সপ্তাহে সরকারি পরিসংখ্যানে দেখা যায়, ছয় দশকের মধ্যে প্রথমবারের মতো দেশটির জনসংখ্যা কমেছে। ফলে এখন জনসংখ্যা বাড়াতে চায় চীন।
এজন্য ২০১৬ সালে সরকার ঘোষণা করেছিল, পরিবারগুলো চাইলে দুটি সন্তান নিতে পারবে।গত বছরে পরিবারগুলোকে ৩ সন্তান নেওয়ারও অনুমতি দেওয়া হয়। তবে দেশটির জনগণের মধ্যে সন্তান নেওয়ার বিষয়ে দারুণ অনীহা দেখা যায়। চীনের শহরাঞ্চলের তরুণীদের কাছে সন্তান নেওয়ার সম্ভাবনার কথা জানতে চাইলে তাঁরা এ বিষয়ে আগ্রহী নন বলে জানান। ২৬ বছর বয়সী গবেষক কংকং বলেন, সন্তানদের একটি সুন্দর জীবন দিতে অনেক টাকার প্রয়োজন। তারা স্কুলে যা শিখবে তা শুধু প্রচার, তাই আমি তাঁদের আন্তর্জাতিক স্কুলে বা বিদেশে পাঠাতে চাইব।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- জনসংখ্যা
- জনসংখ্যা হ্রাস