দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চে শুকনো মরিচের দাম
বণিক বার্তা
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩, ০৮:৪৪
দেশের বাজারে শুকনো মরিচের দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চে অবস্থান করছে। বর্তমানে মসলাপণ্যটির উৎপাদন নিম্নমুখী। তার ওপর এলসি জটিলতাসহ নানা কারণে ভারত ও মিয়ানমার থেকে আমদানি অব্যাহত কমছে। অর্থাৎ চাহিদার অনুপাতে পণ্যটির সরবরাহ অপ্রতুল। এ কারণেই বাজারদরে উল্লম্ফন দেখা দিয়েছে।
একসময় শুকনো মরিচের দাম ছিল কেজিপ্রতি ১০০-১৫০ টাকার মধ্যে। করোনাকালীন আমদানি কমে যাওয়ার পাশাপাশি উৎপাদন সংকটে পণ্যটির দাম বেড়ে যায়। বর্তমানে শুকনো মরিচের কেজিপ্রতি দাম সর্বনিম্ন ৩৫০-৫০০ টাকার মধ্যে ওঠানামা করছে। আসন্ন রমজানের আগে বাড়তি সরবরাহ না হলে পণ্যটির দাম আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।