কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বেহুলা দিয়ে শুরু হয়েছিল রুপালি দুনিয়ায় পথচলা

বণিক বার্তা প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩, ০৮:৪১

বাংলাদেশের চলচ্চিত্রজগতে নায়করাজ আব্দুর রাজ্জাক কিংবদন্তি। আজ তার ৮১তম জন্মদিন। ১৯৪২ সালের ২৩ জানুয়ারিতে কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন এ দাপুটে অভিনেতা। পরে ১৯৬৪ সালে শরণার্থী হয়ে ঢাকায় আসেন। প্রথম দিকে রাজ্জাক তৎকালীন পাকিস্তান টেলিভিশনে"ঘরোয়া" নামের ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয় হন। ১৯৬৬ সালে ১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন সিনেমার পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন এ তারকা। খ্যাতিমান পরিচালক জহির রায়হানের ‘বেহুলা’ চলচ্চিত্রে নায়ক হিসেবে প্রথম অভিনয় করেন রাজ্জাক। বেহুলায় সুচন্দার বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। সিনেমাটি মুক্তি পায় ১৯৬৭ সালে। সেই থেকে শুরু করে শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ষাটের দশক থেকে প্রায় ছয় দশক বাংলাদেশের চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেন এ শক্তিমান অভিনেতা।


আশির দশকে রাজ্জাককে ‘নায়করাজ’ উপাধি দিয়েছিলেন প্রয়াত সাংবাদিক-চিত্রনাট্যকার আহমদ জামান চৌধুরী। তিনি সিনেজগতে ‘খোকা ভাই’ হিসেবেই পরিচিত ছিলেন। পত্রিকায় তিনি লিখতে লিখতে ‘নায়করাজ’ নামটি মুখে মুখে রটে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও