জেসিন্ডার অবাক বিদায়
নিউজিল্যান্ডের ৪০তম প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। এ সপ্তাহে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর আকস্মিক ঘোষণা দেন, যা বিস্মিত করেছে সবাইকে। লেবার পার্টির এই নেতা বিশ^ রাজনীতির মঞ্চে প্রগতিশীলতার যেন এক মূর্ত প্রতীক। লিখেছেন নাসরিন শওকত
পদত্যাগের ঘোষণা
প্রশান্ত মহাসাগরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শান্তিপ্রিয় দেশ নিউজিল্যান্ড। যেখানে বর্তমানে জীবনযাপনের বাড়তি খরচ, ক্রমবর্ধমান অপরাধ প্রবণতা, অর্থনৈতিক অবস্থার অবনতি, রক্ষণশীল বিরোধীদের পুনরুত্থান এবং ক্ষমতাসীন দলের প্রতি জনগণের আস্থা আগের চেয়ে কমেছে। তাই রাজনীতিতে বইছে প্রতিকূল হাওয়া। এরই মধ্যে ১৯ জানুয়ারি আকস্মিক পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। যে ঘোষণা বিশ্বের অসংখ্য মানুষকে যেমন অবাক করেছে, তেমনি হতবাক হয়েছেন তার নারী অনুরাগীরা। দুই মেয়াদে পাঁচ বছর রাষ্ট্রপ্রধান হিসেবে ক্ষমতায় থাকেন জেসিন্ডা। ৭ ফেব্রুয়ারি থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন এবং পরবর্তী সাধারণ নির্বাচন না হওয়া পর্যন্ত এমপি থাকবেন। এরপরই তার নতুন জীবনের পথ চলা শুরু হবে।