একটা পঙ্গু মানুষের জীবন আমাকে দেওয়া হলো: তসলিমা নাসরিন

প্রথম আলো ভারত প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৩, ১৭:০৪

চিকিৎসক, কবি, লেখক তসলিমা নাসরিন গুরুতর অসুস্থ—এমন একটি খবর কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘুরছিল। এই চিকিৎসক একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসার শিকার হয়েছেন বলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক পোস্টে অভিযোগ করেছেন। গত শুক্রবার এক পোস্টে লিখেছেন, ‘কিন্তু আপাতত বেঁচে তো আছি। এ–ইবা কম কিসে!’


তসলিমা নাসরিন লিখেছেন, ‘লাখ লাখ টাকা দিয়ে হাসপাতাল থেকে পঙ্গুত্ব কিনে তিনি বাড়ি ফিরেছেন। হোঁচট খেয়ে পড়ে হাঁটুতে ব্যথা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। তাঁর অভিযোগ, চিকিৎসকেরা ঠিকমতো পরীক্ষা–নিরীক্ষা না করেই একটি এক্স–রের ভিত্তিতে বলে দিয়েছিলেন তাঁর হিপ ভেঙেছে, হিপ রিপ্লেসমেন্ট করতে হবে।’


তসলিমা নাসরিন একই পোস্টে লিখেছেন, তিনি প্রথম এক্স-রে রিপোর্ট হাতে পেয়েছেন। এতে পুরোনো একটা ফ্র্যাকচার দেখা যাচ্ছে বলে উল্লেখ ছিল। তবে পুরোনো ফ্র্যাকচারকে আড়াল করে নতুন ফ্র্যাকচারের গল্প শুনিয়ে গত সপ্তাহের শনিবার দুপুরেই তড়িঘড়ি টোটাল হিপ রিপ্লেসমেন্ট করে দেন চিকিৎসক। এখন তাঁর হিপ জয়েন্ট আর ফিমার গেছে চিরতরে, জীবন আর আগের জীবন নেই, চলাফেরা শ্লথ হবে যদি কোনো দিন হাঁটতে পারেন, স্থবির জীবনে অজস্র রোগশোকে আক্রান্ত হবেন। তসলিমা নাসরিনের আক্ষেপ, তাঁকে এখন এই ভেবে সান্ত্বনা পেতে হবে যে যেদিন হোঁচট খেয়েছিলেন, সেদিন হয়তো মাথা মেঝেতে লেগে ফেটে যেতে পারত, তিনি মরে যেতে পারতেন।


ভারতে বসবাসরত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন কোন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বা কোন চিকিৎসক তাঁর চিকিৎসা করেছেন তাঁর নাম উল্লেখ করেননি। তবে ভারতভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের একটি নিউজ পোর্টাল ডেইলিও–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নয়া দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসার শিকার হওয়ার অভিযোগ করেছেন তসলিমা নাসরিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও