কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রতারণার শিকার ভারতীয় পেসার উমেশ যাদব

সমকাল প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৩, ১৬:০৮

প্রতারণার শিকার ভারতের তারকা পেসার উমেশ যাদব। তিনি প্রতারিত হয়েছেন তারই বন্ধু ম্যানেজারের কাছে। উমেশের নামে একটি জমি কেনার জন্য তার থেকে টাকা নিয়েছিলেন ওই বন্ধু। কিন্তু জমি না পেয়ে থানায় অভিযোগ করেন উমেশ। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, নাগপুরের বাসিন্দা শৈলেশ ঠাকরে নামের ওই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। খবর টাইমস অফ ইন্ডিয়া, এনডিটিভির।


লিখিত অভিযোগে উমেশ জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পাওয়ার পর ২০১৪ সালের ১৫ জুলাই তার বন্ধু শৈলেশকে ম্যানেজার হিসেবে নিয়োগ দেন উমেশ। শৈলেশ সে সময় বেকার ছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে উমেশের আস্থা অর্জন করে নেন শৈলেশ। তিনিই উমেশের যাবতীয় আর্থিক বিষয়াদির দেখাশোনা করতেন। উমেশের ব্যাংক অ্যাকাউন্ট, আয়কর এবং অন্যান্য আর্থিক কাজের দায়িত্ব ছিল শৈলেশর হাতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও