আর্থিক সেবায় লিঙ্গ সমতা নিশ্চিত করার তাগিদ

সমকাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৩, ১১:০৬

আর্থিক অন্তর্ভুক্তি এবং প্রযুক্তি ব্যবহারে দেশের নারীরা এখনও অনেক পিছিয়ে। ২০২৬ সালের মধ্যে শতভাগ আর্থিক অন্তর্ভুক্তি বাস্তবায়নের জন্য আর্থিক সেবায় লিঙ্গ সমতা নিশ্চিত করা জরুরি। গতকাল শনিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) অডিটোরিয়ামে 'জেন্ডার রেসপন্সসিভ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস' শীর্ষক এক কর্মশালায় বক্তারা এমন অভিমত ব্যক্ত করেন। বিআইবিএমের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


২০২৬ সালের মধ্যে সব পূর্ণ বয়স্ক মানুষকে আর্থিক অন্তর্ভুক্তির মধ্যে আনা এবং জাতীয় অন্তর্ভুক্তি কৌশল (এনএফআইএসবি) বাস্তবায়নের অংশ হিসেবে বিআইবিএম এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিআরডি) এ কর্মশালার আয়োজন করে। নারীদের আর্থিক সেবায় অন্তর্ভুক্তি শীর্ষক অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিআইবিএমের মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, নারীদের আর্থিক সেবায় অন্তর্ভুক্তি বাড়াতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও যা গুরুত্বপূর্ণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও