কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জার্মানির সঙ্গে আলোচনা ইউক্রেনের

বাংলা ট্রিবিউন ইউক্রেন প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৩, ১০:২২

লেপার্ড ট্যাংক সরবরাহ নিয়ে জার্মানির সঙ্গে আলোচনা করেছে ইউক্রেন। বিষয়টি নিয়ে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াসের সঙ্গে কথা বলেছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেস্কি রেজনিকভ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।


ওলেস্কি রেজনিকভ জানিয়েছেন, জার্মান প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে তার খোলামেলা আলাপ হয়েছে। এই আলোচনা অব্যাহত থাকবে।


এর আগে ইউক্রেনকে আরও উন্নত ট্যাংক ও অস্ত্র দিয়ে সহায়তা নিয়ে আলোচনা করতে শুক্রবার জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে মিলিত হন ন্যাটো ও ৫০ দেশের প্রতিরক্ষামন্ত্রীরা। তবে কিয়েভকে লোভনীয় জার্মান যুদ্ধ ট্যাংক ‘লেপার্ড’ সরবরাহের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। কারণ হিসেবে বলা হচ্ছে, জার্মানি লেপার্ড ট্যাংক দিলে ইউরোপে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও