ইয়েমেনে অপহৃত সুফিউল কোথায়? সন্ধান মেলেনি এক বছরেও!
ইয়েমেনে অপহৃত বাংলাদেশি জাতিসংঘ কর্মী এ কে এম সুফিউল আনামের খোঁজে ও সেখানকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা করতে বাংলাদেশ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলের ইয়েমেনে যাওয়ার কথা। ২০২২ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের হয়ে কাজ করার সময় যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন থেকে অপহৃত হয়েছিলেন সুফিউল আনাম। ইয়েমেনের অ্যাডেনে জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের ফিল্ড সিকিউরিটি কো–অর্ডিনেশন অফিসার (প্রধান) হিসেবে কর্মরত ছিলেন তিনি।
বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল কাজী মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলের মধ্যে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের শেখ সেকান্দার আলী, যিনি প্রতিনিধিদলে কারিগরি উপদেষ্টার ভূমিকা পালন করবেন। গত ২৯ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিনিধিদলের আনুষ্ঠানিক সফরের অনুমোদন দেয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
যুগান্তর
| গাজা
১০ মাস আগে