অনুসরণীয় উদ্যোগটি ছড়িয়ে পড়ুক

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৩, ০৭:৩৪

দেশের সব নাগরিকের সমান সুযোগের নিশ্চয়তা দেওয়া আছে আমাদের সংবিধানে। রাষ্ট্র ও সরকারের সেই দায়িত্ব পালন করার কথা। কিন্তু দিন শেষে আমরা দেখি, নানাভাবে বা নানা প্রক্রিয়ায় নাগরিকদের মধ্যে বৈষম্য জিইয়ে রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় পিছিয়ে পড়া জনগোষ্ঠী। এর মধ্যে সবচেয়ে বেশি অবহেলার শিকার হয় প্রতিবন্ধীরা।


শারীরিক প্রতিবন্ধীদের জন্য কিছুটা সুযোগ-সুবিধা থাকলেও বুদ্ধি ও মানসিক প্রতিবন্ধীদের অবস্থা খুবই করুণ বলা যায়। যথাযথ চিকিৎসার অভাবে পরিবার থেকে যাদের অনেকের ঠাঁই হয় রাস্তায়। সেসব মানুষকে দেখার কেউ নেই। তাদের যে যথাযথভাবে বেঁচে থাকার অধিকার আছে, সেটিও যেন কেউ অনুভব করে না।


তবে সেখানে একজন ব্যতিক্রম ব্যক্তিত্ব রাজশাহীর বাগমারা থানার মোড়ের চায়ের দোকানদার মতি মিয়া, যিনি মানসিক প্রতিবন্ধী ভবঘুরে মানুষকে আশ্রয় দেন। খাওয়ার ও থাকার সুযোগ দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও