কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

'এখনও নেটওয়ার্কের বাইরে ৫৪ শতাংশ মানুষ'

সমকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩, ২১:০৫

গ্রাহকের সংখ্যা বাড়লেও স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে না। ৫৪ শতাংশ মানুষ এখনও নেটওয়ার্কের বাইরে। তাদের নেটওয়ার্কে সংযুক্ত করতে না পারলে স্মার্ট বাংলাদেশ নির্মাণ করা সম্ভব না।


শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে টেলিযোগাযোগ সেবার মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।


আলোচনা সভায় মোবাইল অপারেটরদের সংগঠন এমটবের সেক্রেটারি জেনারেল এস এম ফরহাদ বলেন, যদিও ১৮ কোটির ওপর সক্রিয় সিম রয়েছে তারপরও এখনও দেশের ৫৪ শতাংশ মানুষ নেটওয়ার্কের বাইরে। তিনি বলেন, গ্রাহকের সংখ্যা বাড়লেও স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে না।


টেলিযোগাযোগ বিশেষজ্ঞ টিআইএম নুরুল কবির বলেন, কেবল রেগুলেশন আর লাইসেন্স প্রদান করলেই হবে না। স্মার্ট বাংলাদেশ নির্মাণে চাই সমন্বিত উদ্যোগ।


রবি আজিয়াটার চিফ রেগুলেটরি অ্যাফেয়ার্স অ্যান্ড করপোরেট অফিসার শাহেদ আলম বলেন, আমরা প্রতিনিয়তই বিনিয়োগ করছি। কিন্তু মাঝখানে বেশকিছু প্রতিবন্ধকতা থাকার কারণে ই-গ্রাহকরা মানসম্পন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি বলেন, অপারেটরদের রেগুলেশনের মধ্যে রেখে প্রতিবন্ধকতা নিরসন না করে সেবা চাইলে সেটা সম্ভব নয়। উন্নত বিশ্বের মতো টেলিকম নেটওয়ার্কের মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও