![](https://media.priyo.com/img/500x/https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2023/01/21/fb_img_1674306393660.jpg?itok=IAxy21H7×tamp=1674310131)
জেমসের গানের গীতিকার বিশু শিকদার মারা গেছেন
ডেইলি স্টার
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩, ২০:৩৬
জেমসের অনেক গানের সহ-গীতিকার ও লেখক বিশু শিকদার মারা গেছেন। আজ শনিবার বিকাল ৫টায় তার মৃত্যু হয়।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন গীতিকার বাপ্পী খান।
বিশু শিকদার জেমসের গান লিখে পরিচিত পান। তার লেখা সবশেষ গান ছিল 'আই লাভ ইউ'। গানটি জেমসের সঙ্গে যৌথভাবে লিখেছেন তিনি। অন্য গানগুলোর মধ্যে আছে 'যদি এই শীতে', 'আমি তোমাদেরই লোক', 'সেলাই দিদিমনি', 'অবশেষে জেনেছি', 'দুষ্টু ছেলের দল', 'বিজলী', 'তুফান'।
- ট্যাগ:
- বিনোদন
- মারা গেছেন
- গীতিকার