প্রায় তিন কেজি ওজনের ব্যাঙ
ব্যাঙের ওজন কতটুকুই হতে পারে! তবে অস্ট্রেলিয়ার নর্থ কুইন্সল্যান্ডে পাওয়া ‘কেইন টোড’ প্রজাতির একটি ব্যাঙের ওজনের কথা জানলে যে কেউ চমকে উঠতে বাধ্য। কারণ, ব্যাঙটির ওজন ২ কেজি ৭০০ গ্রাম। ইতিমধ্যে সিনেমার বিরাটকায় ‘গডজিলা’র সঙ্গে মিলিয়ে ব্যাঙটিকে ‘টোডজিলা’ বলা হচ্ছে।
কুইন্সল্যান্ড কনওয়ে ন্যাশনাল পার্কে ব্যাঙটির সন্ধান পান বনকর্মীরা। কুইন্সল্যান্ডের পরিবেশ ও বিজ্ঞান দপ্তর গতকাল শুক্রবার বলেছে, সবচেয়ে বড় ব্যাঙ হিসেবে টোডজিলা নতুন রেকর্ড গড়তে পারে। বর্তমান গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, সবচেয়ে বড় কেইন টোডের ওজন ২ কেজি ৬৫০ গ্রাম। ১৯৯১ সালে সুইডেনের প্রিনসেন নামের একটি পোষ্য টোড এই রেকর্ড গড়ে।