প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আমরা আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: কামরুল
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩, ১৭:৩৬
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘মুক্তিযুদ্ধের পর দেশে সাড়ে সাত কোটি মানুষ ছিল। এখন তা হয়েছে ১৭ থেকে ১৮ কোটি। মানুষ বাড়লেও কৃষিজমির পরিমাণ বাড়েনি। উল্টো কমেছে। ফলে উৎপাদনও কমেছে। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় আমরা আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।’
শনিবার (২১ জানুয়ারি) বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার (বাইসস) আয়োজনে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক অগ্রযাত্রায় ‘ইউনিয়ন পরিষদ সদস্যদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।