You have reached your daily news limit

Please log in to continue


কাজলের রূপে সারিকা, শাহরুখ হলেন আশরাফুল!

বলিউডের কালজয়ী সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র দৃশ্যে শাহরুখ খান আর কাজলের জনপ্রিয় ট্রেনের সেই দৃশ্যটিকে উল্টো করে বাংলাদেশে পুনঃনির্মাণ করা হয়েছে। যা একটি বিজ্ঞাপনে ধারণ করা হয়েছে।

যেখানে মডেল হয়েছেন জনপ্রিয় ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও অভিনেত্রী সারিকা সাবরিন।

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র দৃশ্যে দেখা গিয়েছিল, প্ল্যাটফর্ম ছেড়ে চলতে শুরু করলো ট্রেন। দরজায় দাঁড়ানো রাজের রক্তাক্ত মুখ, আপ্লুত চাহনি। অন্যদিকে তার দিকে ছুটে আসছে সিমরান। কারণ বাবা বলদেব সিং বলেছেন, ‘যা সিমরান, জি লে আপনি জিন্দেগি’।

এদিকে, ঢাকার বিজ্ঞাপনচিত্রে দেখা গেছে, রাজ তথা শাহরুখ খানের ভূমিকায় অভিনয় করলেন ক্রিকেটার আশরাফুল, সিমরান বা কাজলের রূপে হাজির হয়েছেন সারিকা। তবে পার্থক্য- এই বিজ্ঞাপনে রাজ-সিমরানের স্থান পরিবর্তন হয়েছে! অর্থাৎ সারিকা ট্রেনের দরজা থেকে হাত বাড়িয়েছেন, তার দিকে ছুটে গেছেন আশরাফুল।

কিন্তু শেষ মুহূর্তে ঘটনায় আরো একটি টুইস্ট দেখা গেলো। সিমরানরূপী সারিকার হাত ধরার আগেই রাজের হাতে একটি পানির বোতল ধরিয়ে দেন ফুড ভ্লগার রাফসান। সেই বোতল পেয়ে তৃষ্ণা মেটাতেই মগ্ন হয়ে যান আশরাফুল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন