রোনালদোর সমালোচকদের এক হাত নিলেন কোহলি
সমকাল
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩, ১৭:০৫
কাতার বিশ্বকাপের মাঝেই রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল করে ম্যানচেস্টার ইউনাইটেড। বিশ্বকাপে পর্তুগালের শুরুর একাদশেও নিয়মিত ছিলেন না তিনি। অনেকেই বলছিলেন, রোনালদো হয়তো ফুরিয়ে গেছেন। তবে রোনালদো তার জায়গা করে নিয়েছেন সৌদি ক্লাবে। বিশ্বকাপের পরপরই সৌদি ক্লাব আল নাসেরে যোগ দেন ৩৭ বছর বয়সী পর্তুগিজ তারকা। যেখানে প্রতি বছর ক্লাব থেকে ২০৭ মিলিয়ন ডলার আয় করবেন তিনি। বাংলাদেশের হিসেবে যা প্রায় দুই হাজার ১৪০ কোটি ৫৬ লাখ টাকা।
সৌদির ক্লাবে গেলেও রোনালদোর অভিষেকটা হয়েছে দুর্দান্ত। সৌদির দুই ক্লাবের সম্মিলিত রিয়াদ অল–স্টার দলের সঙ্গে প্রীতি ম্যাচ আয়োজন হয় লিওনেল মেসিদের পিএসজির। সেই ম্যাচে সৌদির মাঠে প্রথমবার নেমে দুই গোল করে ম্যাচ সেরা হন সিআরসেভেন। ৫-৪ গোলের ব্যবধানে তার দল হারলেও মেসি-নেইমারদের ছাপিয়ে ম্যাচে আলো ছড়িয়ছেন ক্রিশ্চিয়ানো।