You have reached your daily news limit

Please log in to continue


কাজার রাজবংশের পতনের আদ্যোপান্ত

পারস্যে আঠারো শতকের শেষ দিকে কাজার রাজবংশের উত্থান যেমন আকস্মিক, তেমনি তার পতনও। এই শাসকদের স্বৈরাচারী মনোভাব ও বিদেশিদের সঙ্গে অতিমাত্রার সখ্য শেষ পর্যন্ত এই বংশের পতনের কারণ হয়ে দাঁড়ায়। লিখেছেন নাসরিন শওকত

কাজার বংশ ও সাম্রাজ্য

পারস্যের রাজতন্ত্রের ইতিহাস আড়াই হাজার বছরের পুরনো। ইতিহাসে কাজার বংশের উত্থান একটি উল্লেখযোগ্য ঘটনা। এই রাজবংশ ১৭৮৫ থেকে ১৯২৫ সাল পর্যন্ত পারস্য (বর্তমানের ইরান) শাসন করেছিল। কাজাররা ছিল ইরানীয় রাজপরিবার। যারা মূলত ওঘুজ তুর্কি বংশোদ্ভূত একটি যাযাবর উপজাতি। এই পরিবারের প্রথম শাসক ছিলেন কাজার গোত্রের নেতা মোহাম্মদ আগা খান। যিনি পারস্যে কাজার রাজবংশ প্রতিষ্ঠা করে ইরানকে আবার একতাবদ্ধ করতে চেয়েছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন