সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার অংশ নেবে ইউরোপের দেশ
আরটিভি
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩, ০৮:৫১
প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবল টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেবে ইউরোপের কোনো দেশ। আগামী ২০ থেকে ৩১ মার্চ ঢাকায় অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ইউরোপের একটি দেশকে দেখা যাবে। যেখানে বাকি দলগুলো হল- স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান।
শুক্রবার (২০ জানুয়ারি) সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল এই তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘এবার ইউরোপের একটি দেশ খেলবে। তবে কোন দেশ খেলবে, তা নিশ্চিত নয়। আগামী সপ্তাহে সব চূড়ান্ত হবে।’