কনকনে শীতেও কাজের আশায় শ্রমের হাটে আসেন সিরাজুলরা
নিজ এলাকায় ঠিকমতো কাজ পাওয়া যায় না। মজুরিও কম। তাই পরিবারের অভাব-অনটন মেটাতে কাজের সন্ধানে নিজের জেলা ছেড়ে ফেনী শহরে আসেন শ্রমিকেরা। শহরের ট্রাংক রোডের দোয়েল চত্বর থেকে খেজুরগাছ গোলচত্বর পর্যন্ত প্রতিদিন জড়ো হন কয়েক শ শ্রমিক।
কাজ পেলে যা আয় হয়, তা দিয়েই বাসাভাড়া ও সংসার চালান তাঁরা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শ্রমিক
- বাসা ভাড়া
- সংসার
- শ্রমের হাট