কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছুটির দিনে বাণিজ্য মেলায় ৩ লাখ দর্শনার্থী, ডিসকাউন্টের হিড়িক

বাংলা ট্রিবিউন পূর্বাচল প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৩, ২৩:০০

ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা-দর্শনার্থীদের উপচেপড়া ভিড় হয়েছে। মেলার ২৭তম আসরের ২০তম দিনে (২০ জানুয়ারি) বিকাল থেকে দর্শনার্থীদের পদচারণা বাড়তে শুরু করে। ভিড় বাড়ায় শুরুর দিকের তুলনায় বিক্রি-বাট্টাও বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শেষ দিকে এসে স্টলগুলোতে চলছে মূল্যছাড় অফার। আয়োজকরা বলছেন, শুক্রবার বাণিজ্য মেলায় প্রায় ৩ লাখ দর্শনার্থী হয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। 


গত ১ জানুয়ারি থেকে ঢাকার পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) দ্বিতীয় বারের মতো মাসব্যাপী বাণিজ্য মেলার আসর বসেছে। মেলার শুরু থেকে লোক সমাগম একেবারেই ছিল না। তার ওপরে শীতের তীব্রতাও বাড়ছিল তখন। তবে পঞ্চম দিন থেকে দর্শনার্থীদের সংখ্যা কিছুটা বাড়তে থাকে। এর ধারাবাহিকতায় শুক্রবার (৬ জানুয়ারি) থেকে জমে ওঠে বাণিজ্য মেলা। দ্বিতীয় (১৩ জানুয়ারি) ও তৃতীয় (২০ জানুয়ারি) শুক্রবার মেলায় বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও