নারী-পুরুষ সমান অধিকারে বড় পদক্ষেপ নিলো ভারতীয় সেনাবাহিনী
নারী কর্মকর্তারা যেন পুরুষের সমান অধিকার পান সেই লক্ষ্যে বড় পদক্ষেপ নিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এরই অংশ হিসেবে লেফটেন্যান্ট কর্নেল পদে কর্মরত ১০৮ জন মহিলা অফিসারকে সেনাবাহিনীর কর্নেল পদে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীতে এত বেশি সংখ্যক মহিলা কর্মকর্তাকে একসঙ্গে কর্নেল পদে পদোন্নতি দেওয়ার ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করছেন অভিজ্ঞ মহল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কর্নেল পদে উন্নীত হওয়া মহিলা কর্মকর্তাদের এই মাসেই দায়িত্ব বুঝে নেওয়ার নির্দেশ জারি করা হবে। চলতি জানুয়ারি মাসের শেষ পর্যন্ত পদোন্নতি পাওয়া মহিলা সেনা কর্মকর্তাদের বিভিন্ন শাখায় দায়িত্বভার গ্রহণের বিজ্ঞপ্তি জারি হবে।