জামালপুরে একসঙ্গে ৪ সন্তানের জন্ম

ডেইলি স্টার জামালপুর প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৩, ১৬:৪৮

জামালপুরে একইসঙ্গে ৪ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আঞ্জুয়ারা বেগম (২১) নামে এক নারী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর অ্যাপোলো হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে আঞ্জুয়ারার ৪ সন্তানের জন্ম হয়।


গৃহবধূ আঞ্জুয়ারা জেলার সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী গ্রামের কাঠমিস্ত্রী আতাউর রহমান বাবুর স্ত্রী।


অ্যাপোলো হাসপাতালের পরিচালক শরিফুজ্জামান রুবেল জামালী দ্য ডেইলি স্টারকে জানান, গৃহবধূ আঞ্জুয়ারা প্রসব ব্যথা নিয়ে বুধবার হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও গাইনি সার্জন ডা. খায়রুল বাশার পলাশ তার অস্ত্রোপচার শুরু করেন। প্রায় ঘণ্টাখানেকের সফল অস্ত্রোপচারে একে একে ৪ কন্যা সন্তানের জন্ম হয়। খবরটি ছড়িয়ে পড়লে বাচ্চাদের দেখতে অনেকেই হাসপাতালে ভিড় জমান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে