এক সময়ের ‘দামি’ সৌরবিদ্যুৎ এখন সবচেয়ে ‘সস্তা’
একটা সময়ে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির দর সবচেয়ে বেশি ছিল। পাঁচ বছর আগে দেশে নবায়নযোগ্য জ্বালানি থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ১৮ সেন্ট বা ২০ টাকার কাছাকাছি ব্যয় হতো। কিন্তু মাত্র পাঁচ বছরের ব্যবধানে সেই বিদ্যুতের দাম কমে ১০ সেন্টে নেমে এসেছে। কিন্তু এখন সৌর ছাড়া অন্য সব বিদ্যুতের উৎপাদন খরচই ইউনিটপ্রতি ১০ সেন্টের অনেক ওপরে। গত বুধবার (১৮ জানুয়ারি) গ্যাসের দাম বৃদ্ধি করায় এখন গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের খরচও নবায়নযোগ্য জ্বালানির চাইতে বেশি হবে বলে মনে করা হচ্ছে।
বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, একটা সময় কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রকে সবচেয়ে সস্তা বিদ্যুৎ উল্লেখ করা হতো। এসময় ভবিষ্যৎ কয়লার দর বিবেচনা না করেই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়। কিন্তু করোনা পরবর্তী সময় আন্তর্জাতিক বাজার দর বৃদ্ধিতে অন্য জীবাশ্ম জ্বালানির সঙ্গে কয়লার দামও বেড়ে যায়। এতে দেখা যায় দেশে যেসব কয়লাচালিত কেন্দ্র বিদ্যুৎ সরবরাহ করছে তার দাম গিয়ে প্রায় ২৩ সেন্টে ঠেকেছে।