কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বালুতে ভরাট জলমহাল, ইজারা নিয়ে বিপাকে মৎসজীবীরা

জাগো নিউজ ২৪ ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৩, ১৪:২৪

কুড়িগ্রামে বন্যার পানিতে বালু পড়ে জলমহাল ভরাট হয়ে যাওয়ায় ইজারা নিয়ে বিপাকে মৎস্যজীবী সমিতির সদস্যরা। ইজারাকৃত জলমহালে মাছচাষ করতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন প্রায় ২৩ জন মৎস্যজীবী। এ বিষয়ে একাধিকবার স্থানীয় উপজেলা ও জেলা প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার মেলেনি।


অভিযোগ সূত্রে জানা যায়, জেলার ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের প্রায় ১২ একর আয়তনের দক্ষিণ তিলাই জলমহাল ইজারা নেয় চর ভূরুঙ্গামারী ইউনিয়নের মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। উপজেলা প্রশাসনের কাছ থেকে গত বছর এপ্রিল মাসে ১০ লাখ ৮০ হাজার টাকায় তিন বছরের জন্য ইজারা নেওয়া হয়। যার প্রথম কিস্তি হিসাবে তিন লাখ ষাট হাজার টাকা সরকারি দপ্তরে জমা করেছেন। কিন্তু ইজারা নেওয়ার পর গত বছরের দফায় দফায় বন্যায় ভারত থেকে আসা দুধকুমার নদের ভাঙনে জলমহাল ছড়াটি বালু দিয়ে ভরাট হয়ে যায়। এতে করে জলমহালটি মাছ চাষের জন্য অনুপযোগী হয়ে পড়ে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও