অস্ট্রেলিয়ায় মিলল ‘দানবাকার’ ব্যাঙ, নাম টোডজিলা
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৩, ১১:০৭
অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ডে কনওয়ে ন্যাশনাল পার্কে দানবাকার একটি ব্যাঙ পেয়েছেন সেখানকার এক বনকর্মী। ‘কেন টোড’ প্রজাতির এ ব্যাঙটিকে ‘টোডজিলা’ নাম দেওয়া হয়েছে।
ব্যাঙটির আকার এতটাই বিশাল, সেটিকে কল্প কাহিনীর সবচেয়ে বড় দৈত্য গডজিলার আকারের ন্যয় তুলনা করে নামটি দেওয়া হয়েছে। বনকর্মীরা বলছেন, ব্যাঙটি নবজাতক মানব শিশুর ওজনের সমান! আল জাজিরা বিশালাকার এ ব্যাঙটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, টোডজিলা নাম দেওয়া ব্যাঙটির ওজন প্রায় ৩ কেজি। শুক্রবার (২০ জানুয়ারি) কুইন্সল্যান্ডের পরিবেশ ও বিজ্ঞান বিভাগ জানিয়েছে, এটি বিশ্ব রেকর্ড হতে পারে।