You have reached your daily news limit

Please log in to continue


টয়লেট যেন লুকানোর জিনিস, জরুরি নয়

বর্তমানে নারীদের বাইরের কাজের সঙ্গে সম্পৃক্ততা বেড়েছে। বাচ্চাদের বিদ্যালয়ে নিয়ে যাওয়া, বাজার করা থেকে শুরু করে সংসারের প্রায় সব কাজই এখন ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি পেশাগত কাজেও নারীর অবস্থান বেড়েছে। নারী এখন উদ্যোক্তা হিসেবে সফল। অথচ নগরীর রাস্তায় চলাচলের সময় গণশৌচাগারের সুবিধা তো দূরের কথা, অনেক নারী নিজের কর্মক্ষেত্রেও স্বাস্থ্যকর টয়লেটের সুবিধাটুকু পাচ্ছেন না।একইভাবে পর্যাপ্ত টয়লেট না থাকায় সামান্য আড়াল খুঁজে নিয়ে বিভিন্ন খোলা স্থানে টয়লেট করাকেও স্বাভাবিক করে তুলেছেন পুরুষরা।

ওয়াশ নিয়ে কাজ করা ব্যক্তিরা বলছেন, রাজধানীতে বিভিন্ন জায়গায় টয়লেট থাকার পরও ওই দূরত্ব পর্যন্ত গিয়ে টয়লেট করতে আগ্রহী নন পুরুষরা। কিন্তু নারীর জন্য রয়েছে নানা ভোগান্তি-লোকলজ্জা, নিরাপত্তাহীনতা, অপরিচ্ছন্ন পরিবেশ।শহরের মধ্যে যা-ও একটু ব্যবস্থা আছে, রাজধানীর বাইরে যেতে লম্বা পথ চলার সময় অনেক ক্ষেত্রেই চাপে পড়তে হয় সবাইকে।চিকিৎসকরা বলছেন, দীর্ঘ সময় পানি না খাওয়া ও টয়লেটে না গিয়ে চেপে রাখার কারণে নানা জটিল রোগে ভুগছেন নারীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন