ধূমপায়ীরা দাঁতের যত্ন নেবেন এভাবে

দৈনিক আমাদের সময় প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৩, ০৯:৫৮

দাঁত ও মুখগহ্বরের সবচেয়ে বেশি ক্ষতি হয় ধূমপান করলে। ধূমপায়ীরা দাত ও মুখের সঠিক যত্ন না নিয়ে তা দাঁতের রোগের ঝুঁকি বয়ে আনে।


ধূমপানে থাকে তামাকের নিকোটিন। এর প্রভাবে দাঁতে দাগ পড়ে। দাঁতে পাথর বা ক্যালকুলাস ও ডেন্টাল প্ল্যাকের আস্তর জমে ওঠে। ধূমপানে মাড়িতে রক্ত চলাচল কমে গিয়ে দাঁতের শেকড়ের চারপাশে পুষ্টি সরবরাহ বিঘ্নিত হয়। দেখা দেয় দুর্গন্ধ। ধূমপানে মুখের তালুতে দেখা দেয় প্রদাহ। শুধু তা-ই নয়, মুখগহ্বরের ক্যানসারের জন্য দায়ী এ ধূমপান। শুধু ধূমপানই নয়, তামাকপাতা চিবালেও মুখগহ্বরে ক্যানসারের আশঙ্কা বাড়ে। যারা দীর্ঘদিন ধরে ধূমপান করেন, তাদের মাড়িরোগের চিকিৎসা ও দাঁতের ইমপ্ল্যান্টে সাফল্যের হার কম। ধূমপায়ীর খাবার বিস্বাদ লাগে। জিহ্বায় কালো দাগ পড়ে, যা ‘ব্ল্যাক হেয়ারি টাং’ নামে পরিচিত। ধূমপায়ীর জিহ্বা ও মুখগহ্বরে ঘা সৃষ্টি হওয়ার আশঙ্কা বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও