যেভাবে খাবারে প্রবেশ করে মাইক্রোপ্লাস্টিক
জলে-স্থলে সর্বত্র মাইক্রোপ্লাস্টিক বিরাজমান। সবজি এবং ফলও এর থাবা থেকে মুক্ত নয়। গাজর, মুলা, শালগমসহ অন্যান্য মূল জাতীয় সবজিতে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ বেশি থাকে। প্রাণিজগতের জন্য হুমকি মাইক্রোপ্লাস্টিক নিয়ে লিখেছেন তৃষা বড়ুয়া
সব জায়গায় প্লাস্টিক
পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাবে না। অ্যান্টার্কটিক মহাসাগরের ওপর ভেসে বেড়ানো বরফ থেকে শুরু করে খাবার পানিতে মাইক্রোপ্লাস্টিক পৌঁছে গেছে। সামুদ্রিক প্রাণীর পেটেও এই প্লাস্টিক পান বিজ্ঞানীরা। মাইক্রোপ্লাস্টিক আসলে কী? প্লাস্টিকের পণ্য উৎপাদনের সময় যে ছোট ছোট প্লাস্টিকের টুকরো পাওয়া যায়, তাই মাইক্রোপ্লাস্টিক। এ ছাড়া বড় প্লাস্টিক ভেঙেও এই ধরনের প্লাস্টিক তৈরি হয়। দূরবর্তী দ্বীপ যেখানে কোনো মনুষ্যবসতি নেই, সেখানকার সৈকতও মাইক্রোপ্লাস্টিক থেকে মুক্ত নয়। বিশ্বের পাঁচটি মহাসাগরের উপরিভাগে প্রায় ২৪.৪ ট্রিলিয়ন মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে বলে সম্প্রতি এক গবেষণাপত্রে জানানো হয়।