![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-01%252F2cdbfdd7-10b2-4988-92fb-e6963c429dcd%252Fadobe.jpg%3Frect%3D0%252C89%252C780%252C410%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
ব্যবহারকারীদের তৈরি ছবি ব্যবহৃত হয় কি না, জানাল অ্যাডোবি
প্রথম আলো
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৩, ০৭:৩৪
ফটোশপ বা নিজেদের অন্যান্য সফটওয়্যার ব্যবহারকারীদের তৈরি ছবি কাজে লাগিয়ে মেশিন লার্নিং প্রযুক্তির মান উন্নয়ন করছে অ্যাডোবি—বেশ কিছুদিন ধরেই বিষয়টি নিয়ে অনলাইনে চলছে তুমুল আলোচনা। কারণও আছে, এ মাসের শুরুতে নিজেদের পণ্য ব্যবহারের নতুন শর্তাবলি প্রকাশ করে অ্যাডোবি।
অ্যাডোবি শর্তাবলির এক জায়গায় লেখা রয়েছে, পণ্য ও সেবার মান উন্নয়নে ব্যবহারকারীদের বিভিন্ন আধেয় বা কনটেন্ট মেশিন লার্নিং প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করা হতে পারে।