পূর্ব ভারতের প্রথম ‘রোবট নার্স’ পশ্চিমবঙ্গে
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৩, ১৭:৫৪
ধৃমল দত্ত, কলকাতা: গলার ভেতর থেকে লালার মতো নমুনা সংগ্রহ করবে, থার্মোমিটার থিয়ে জ্বর মাপবে, ওষুধ খাওয়াতে পারবে। এমনকি, অপারেশন থিয়েটারে চিকিৎসার সরঞ্জাম এগিয়ে দিয়ে চিকিৎসকদের সাহায্যও করবে। এ কারণেই সেটিকে বলা হচ্ছে ‘যান্ত্রিক নার্স’।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) উত্তর ২৪ পরগনার মধ্যগ্রামে ৬৮ শয্যার বেসরকারি হাসপাতালে উদ্ধোধন করা হয়েছে এটি। শুধু পশ্চিমবঙ্গে সয়, গোটা পূর্ব ভারতেই এটি প্রথম রোবট নার্সের ব্যবহার বলে দাবি করছে হাসপাতাল কর্তৃপক্ষ। কলকাতার একটি বেসরকারি কলেজের শিক্ষার্থীরা প্রায় দেড় বছরের চেষ্টায় এই রোবট নার্স তৈরি করেছে। এর উচ্চতা পাঁচ ফুট। এটি তৈরির নেতৃত্বে ছিলেন বিজ্ঞানী ড. অঙ্কুশ ঘোষ।