আইএমএফের শর্ত পুরণ করতেই গ্যাসের মূল্যবৃদ্ধি: ওয়ার্কার্স পার্টি
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৩, ১৭:৫৬
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো মনে করে, আইএমএফ’র শর্ত পুরণ করতেই গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘ঋণ পাওয়ার উপযোগী বলেই বাংলাদেশকে ঋণ দিচ্ছে আইএমএফ। সরকারের এমন ব্যাখা মূলত বাস্তবতাকে আড়াল করার চেষ্টা। বাংলাদেশের অতীত অভিজ্ঞতাই বলে আইএমএফ’র শর্ত মেনে ঋণ নেওয়ার পরিণাম দেশের জন্য মঙ্গল বয়ে আনেনি বরং তা জনগণের ঘাড়ে বোঝা চাপিয়েছে।