You have reached your daily news limit

Please log in to continue


ফসলের ক্ষেতে মেসিকে ফুটিয়ে তুললেন আর্জেন্টাইন কৃষক

ফসলের ক্ষেতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ফুটিয়ে তুলেছিলেন এক বাংলাদেশি কৃষক। এবার লিওনেল মেসির তেমনই এক ছবি ফুটিয়ে তুললেন আর্জেন্টাইন কৃষক। তিনি ১২৪ একর জমিতে এমনভাবে শস্য চাষ করেছেন যে, ড্রোন ক্যামেরায় মেসির পরিষ্কার মুখ ফুটে উঠেছে। ওই কৃষকের নাম ম্যাক্সিমিলিয়ানো স্পিনাজ্জি।

তিনি জমিতে মূলত কর্ন চাষ করেছেন।তার বাড়ি আর্জেন্টিনার করদোবা প্রদেশের লস কন্ডরেসে। ফসলের ক্ষেতে মেসির মুখ ফুটিয়ে তুলতে তিনি ও কার্লোস ফারিসেল্লি রীতিমতো একটা অঙ্ক কষে তার উত্তর বের করেছেন। অর্থাৎ কোথায় কতটুকু বীজ ছড়াতে হবে, কোন বীজ কীভাবে ছড়ালে ঠিকঠাক চেহারা ফুটবে ওই অঙ্ক কষতে হয়েছে তাকে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন