ঝুক্কুর ঝুক্কুর মমিসিং-ঢাকা যাইতে কতদিন?
নির্ধারিত সময়ের আধঘন্টা আগেই স্টেশনে চলে এসেছেন ছবদর খান। এর পর তিন ঘণ্টা অতিক্রান্ত হয়েছে; ট্রেনের কোনো খবর নেই।
খবর নেই তো নেই-এ সম্পর্কে কোনো ঘোষণাও নেই। ট্রেন কী জন্য ‘বইট’ মেরেছে-কর্তৃপক্ষ অন্তত একটা ঘোষণা দিয়ে স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের জানাতে পারত! কিন্তু এ ব্যাপারে কোনো গরজ নেই তাদের।
মাঝখানে একবার অনুসন্ধানে গিয়েছিলেন ছবদর খান। যে লোকটা সেখানে বসে সিগারেট ফুঁকছিল, ছবদর খান অতি বিনীতভাবে তাকে জিজ্ঞেস করেছিলেন-
: ভাই সাহেব, বিষয়-বিত্তান্ত কী? ট্রেন লেট হইতেছে কী জন্য?
: ট্রেন কী জন্য লেইট খাইছে, সেইটা আমি কেমনে বলব?
: আপনে তাইলে এইখানে কুন দায়িত্বে নিয়োজিত আছেন?