বিত্তই বিচ্ছিন্নতার মূলে
সমাজে আত্মপরিচয়ের প্রশ্নে আমরা বিত্তবান ও প্রভাবশালীদের পরিচয় দিতে পছন্দ করি, নিজের মর্যাদা বৃদ্ধির তাগিদে। কিন্তু বাস্তবতা হচ্ছে যার পরিচয় দেওয়া হয়, তিনি কিন্তু তুলনায় নিম্ন অবস্থানের আত্মীয়ের পরিচয় দেওয়া পরের কথা, তাদের স্মরণেও রাখতে চান না।
পরস্পর থেকে আমরা ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়েছি। এর প্রভাব পারিবারিক পরিমণ্ডলে পর্যন্ত চলে এসেছে। এই বিচ্ছিন্নতা বিদ্যমান ব্যবস্থারই সৃষ্টি। ব্যবস্থাটিই আমাদের প্রত্যেককে প্রত্যেকের থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। একসময় অনেক পরিবারই একান্নবর্তী ছিল। এখন পরিবার বলতে ব্যক্তি এবং তার স্ত্রী-পুত্র-কন্যাদেরই আমরা বুঝে থাকি।