ব্ল্যাক ওয়ার: ছবিতে নেই জঙ্গিবাদের উৎস খোঁজার অভিপ্রায়
১৩ জানুয়ারি মুক্তি পাওয়া এক ‘পুলিশি অ্যাকশন’ ছবির নাম ‘ব্ল্যাক ওয়ার’। ‘ঢাকা অ্যাটাক’-এর পর ‘মিশন এক্সট্রিম’ ছবির সিকুয়েল এই ‘ব্ল্যাক ওয়ার’। জঙ্গিবাদ দমনে পুলিশি সফলতার গল্প নির্ভর ছবি ‘ব্ল্যাক ওয়ার’। ‘ফর্মুলা’ ছবির সব ছক মেনে শেষমেশ ‘দুষ্টের দমন’ মূলক ছবি ব্ল্যাক ওয়ার। মানবতা ও সন্ত্রাস বিরোধী যুদ্ধে হলিউডি নায়ক সিলভেস্টার স্ট্যালোন কিংবা আর্নল্ড সোয়ার্জিনেগারদের মতো (হিন্দি ছবির উদাহরণও টানা যেতে পারে) ‘নায়ক’কে ‘গ্ল্যামারাইজ’ করার ছবিও ‘ব্ল্যাক ওয়ার’।
এই ছবির পরিচালক দু’জন- সানি সানোয়ার ও ফয়সল আহমেদ। পরিচালক সানি সানোয়ারের ‘পুলিশি’ অভিজ্ঞতার কারণে ছবির গল্পে সামান্য ব্যতিক্রম আছে। জঙ্গিদের আড্ডাস্থল, তাদের ব্যবহার করা ব্যাগের রং, জঙ্গি সংশ্লিষ্টরা নিজেদের আড়ালে রাখতে যে ‘কাট অফ কৌশল’ ব্যবহার করে সেটা এবং শেষমেশ ছবির পুলিশি অ্যাকশনে স্মার্টনেস আছে। ছবির এক অংশের শুটিং হয়েছে ইউনাইটেড আরব আমিরাতে।