তিব্বতে তুষার ধসে নিহত ৮
তিব্বতে তুষার ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার এবং এখনও যারা নিখোঁজ আছেন, তাদের সাহায্যে একটি দল পাঠিয়েছে চীন সরকার।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
খবরে বলা হয়েছে, তিব্বতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের নাইংচি শহরে তুষার ধসে নিহতের ঘটনাটি ঘটে। এ ঘটনায় এখন মোট কতজন নিখোঁজ আছেন, তা ধারণা করতে পারছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ঘটনার বিস্তারিতও তারা প্রকাশ করেননি।
সিনহুয়া নিউজ এজেন্সির বরাত নিয়ে খবরে আরও বলা হয়েছে, গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) স্থানীয় সময় রাত আটটার দিকে মেনলিং কাউন্টির পাই গ্রাম ও মেডগ কাউন্টির ডক্সং লা টানেল থেকে বের হয়ে যাওয়ার রাস্তার একটি অংশে তুষারপাত হয়। সড়কে চলাচলরত লোকজন ও বিভিন্ন যানবাহন এ সময় আটকা পড়ে।
সংশ্লিষ্টরা বলছেন, আটকের পড়ার কারণে তীব্র ঠাণ্ডা বা বাতাস চলাচল না করার কারণে নিহতের ঘটনাটি ঘটে থাকতে পারে। কিন্তু আদৌ কি হয়েছে, সেটি স্পষ্ট নয়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নিহত
- তুষারধস