তিব্বতে তুষার ধসে নিহত ৮

বাংলা নিউজ ২৪ তিব্বত প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৩, ১২:০৫

তিব্বতে তুষার ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার এবং এখনও যারা নিখোঁজ আছেন, তাদের সাহায্যে একটি দল পাঠিয়েছে চীন সরকার।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


খবরে বলা হয়েছে, তিব্বতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের নাইংচি শহরে তুষার ধসে নিহতের ঘটনাটি ঘটে। এ ঘটনায় এখন মোট কতজন নিখোঁজ আছেন, তা ধারণা করতে পারছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ঘটনার বিস্তারিতও তারা প্রকাশ করেননি।


সিনহুয়া নিউজ এজেন্সির বরাত নিয়ে খবরে আরও বলা হয়েছে, গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) স্থানীয় সময় রাত আটটার দিকে মেনলিং কাউন্টির পাই গ্রাম ও মেডগ কাউন্টির ডক্সং লা টানেল থেকে বের হয়ে যাওয়ার রাস্তার একটি অংশে তুষারপাত হয়। সড়কে চলাচলরত লোকজন ও বিভিন্ন যানবাহন এ সময় আটকা পড়ে।


সংশ্লিষ্টরা বলছেন, আটকের পড়ার কারণে তীব্র ঠাণ্ডা বা বাতাস চলাচল না করার কারণে নিহতের ঘটনাটি ঘটে থাকতে পারে। কিন্তু আদৌ কি হয়েছে, সেটি স্পষ্ট নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও