ময়েশ্চারাইজার ব্যবহারেও কমছে না ত্বকের রুক্ষতা? জেনে নিন সমাধান
অনেকের ত্বক এতই শুষ্ক যে ময়েশ্চারাইজার ব্যবহারেও শুষ্কতা দূর হয় না। এ জন্য শীতের বাকি যে কয়েকটি দিন আছে, নিয়মিত বাইরে থেকে ফিরেই ত্বকের যত্ন নিতে হবে। মুখ, ত্বক ভালোভাবে পরিষ্কার করে ক্রিম দিতে হবে। এ সময়ে রসাল ফল, ডাবের পানি, হালকা টক ফল ত্বকের পুষ্টি জোগাবে।
আরেকটি বিষয় অনেকেরই অজানা। আর তা হলো গোসলে নিয়মিত অতিরিক্ত গরম পানির ব্যবহার। এতে ত্বকের রুক্ষতা আরও বেড়ে যায়। আর মুখের ত্বকে কখনোই গরম পানি ব্যবহার করবেন না।
নিয়মিত যত্নের পরও যাঁদের ত্বকের রুক্ষতা কমে না, তাঁদের জন্য ত্বকবিশেষজ্ঞ ডা. মুনিয়া ফেরদৌসের পরামর্শ, ‘গোসলের পাঁচ মিনিটের মধ্যেই অলিভ অয়েল, লোশন বা ময়েশ্চারাইজিং ক্রিম লাগাতে হবে। আর কিছুক্ষণ পরপর ত্বকে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে হবে। শুধু বাইরে বের হওয়ার আগেই নয়, রান্নাঘরে যাওয়ার অন্তত ৩০ মিনিট আগে সানস্ক্রিন ক্রিম লাগাতে হবে। এই সাধারণ কয়েকটি নিয়ম মেনে চললেই দূর হবে ত্বকের অতিরিক্ত রুক্ষতা।’