![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2023/01/online/facebook-thumbnails/Gill-samakal-63c7e7ec8003b.jpg)
‘দিল দিল শুভমন গিল’
সমকাল
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৩, ১৮:৩৮
এক মাস আট দিন। এর মধ্যেই ওয়ানডে ক্রিকেট দেখল দুটি ডাবল সেঞ্চুরি। দুটিই করেছেন ভারতের দুই তরুণ ব্যাটসম্যান। চট্টগ্রামে গত ১০ ডিসেম্বর ২১০ রানের ইনিংস খেলেছিলেন বাঁ-হাতি তরুণ ইশান কিশান। ওই ইনিংস খেলার পরও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের একাদশে জায়গা হয়নি তার।
- ট্যাগ:
- খেলা
- হার্শা ভোগলে