টেপ টেনিসে শুরু, ‘সেরা স্বপ্ন’ ছাপিয়েও ছুটছেন নাওয়াজ
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৩, ১৭:৫৯
চট্টগ্রাম থেকে : সেদিনই কেবল বাংলাদেশে এসেছেন। রংপুর রাইডার্সের ক্যাম্পেও প্রথমবার।
এটা-ওটা মিলিয়ে ব্যস্ততার শেষ নেই মোহাম্মদ নওয়াজের। কখনো দলের ফেসবুক পেজের জন্য ভিডিও শ্যুট করতে হচ্ছে, একটু পর মেটাচ্ছেন কারো সেলফি তোলার আবদার। এর মধ্যে একজন এলেন নাওয়াজের এক বাংলাদেশি ভক্তের জন্য ভিডিও বার্তা নিতে। তবুও এর ভেতর গিয়েই তাকে বলতে হলো, ‘আপনার সঙ্গে একটু কথা বলতে চাই...’। পাকিস্তানি অলরাউন্ডার এতক্ষণ ধরে হাসিমুখেই সবার আবদার মিটিয়েছেন। সাক্ষাৎকারের আবদারেও নিরাশ হতে হলো না তার কাছে। বললেন, ‘ভাই, একটু বোলিং করবো। এরপর বলি?’ নওয়াজকে জবাবে ‘ঠিক আছে...’ বলে শুরু হলো অপেক্ষা।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে