লাই-ফাই কি ওয়াই-ফাই রিপ্লেস করবে?
দেশ রূপান্তর
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৩, ১৫:২০
ইন্টারনেট সংযুক্ত ডিভাইসের তথ্য ও ডিভাইসের সংখ্যা গুণিত হওয়ার পরে প্রতি দুই বছরে বিশ্বব্যাপী অনলাইনে তথ্যের পরিমাণ দ্বিগুণ হচ্ছে। কিন্তু রেডিও তরঙ্গ এই বিপুল পরিমাণ তথ্যের জন্য যথেষ্ট পরিমাণ জায়গা তৈরি করতে পারে না।
লাই-ফাই কয়েক বছর ধরে গবেষকদের পরীক্ষা-নিরীক্ষার মধ্য আছে। লাইট ফিড্যালিটির সংক্ষিপ্ত হচ্ছে লাই-ফাই। এর মাধ্যমে সর্বোচ্চ গতিতে ডেটা স্থানান্তর হতে পারে। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ২০১১ এই প্রযুক্তি উদ্ভাবন করেন।
ওয়াই-ফাই রেডিও তরঙ্গের মাধ্যমে তথ্য স্থানান্তর করে। আর লাই-ফাই তথ্য স্থানান্তরে আলো ব্যবহার করে। লাই-ফাই লাইট এমিটিং ডায়োড ব্যবহার করে তথ্য স্থানান্তর করে। এই প্রযুক্তির মাধ্যমে এলিডি বাল্ব থেকেও উচ্চ আলোর গতিতে তথ্য স্থানান্তর করা যাবে, যা ইন্টারফেসের জন্য কম ঝুঁকিপূর্ণ এবং আরও স্থিতিশীল।