নরসিংদীর রায়পুরাতে অগ্রণী ব্যাংক থেকে দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের রাধাগঞ্জ অগ্রণী ব্যাংক শাখা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- অগ্রণী ব্যাংক রাধাগঞ্জ শাখায় কমর্রত আনসার সদস্য টাঙ্গাইল জেলার রঞ্জু মিয়া ওরফে রঞ্জন (৩২) এবং ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার তৌহিদ আহমেদ (২৪)।
ব্যাংক কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রঞ্জু মিয়া ও তৌহিদ রাতের খাবার খেয়ে ব্যাংকের প্রধান ফটকে তালা লাগিয়ে ভিতরে ঘুমিয়ে পড়ে। প্রতিদিনের মত বুধবার সকালে ব্যাংকের পরিচ্ছন্ন কর্মী (আয়া) ব্যাংক পরিষ্কার করতে আসেন। তিনি ব্যাংকের প্রধান গেইট বন্ধ দেখে ডাকাডাকি করে। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে ব্যাংকের পাশে থাকা ফটোকপি দোকানের মালিক নয়ন মিয়াকে বিষয়টি জানায়। পরে নয়ন মিয়া ব্যাংকের শাখা ব্যবস্থাপক ফখরুল ইসলামকে বিষয়টি জানালে সকাল ৯টার দিকে তিনি এসে ডাকাডাকি করেও ভিতর থেকে কারো কোন সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তালা ভেঙে ব্যাংকের ভিতরে স্টোর রুম থেকে ওই দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার করে।