ক্রিপ্টোকারেন্সির সুদিন কি আবার ফিরছে
প্রথম আলো
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৩, ১৪:০৫
নতুন বছরের শুরুতে আবারও দাম বাড়তে শুরু করেছে ক্রিপ্টোকারেন্সির। জানুয়ারি মাসে বিশ্বের শীর্ষ ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম বেড়েছে ২৬ শতাংশ। গত এক সপ্তাহেই বেড়েছে ২২ শতাংশ। আজ সকালে এই প্রতিবেদন লেখার সময় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম ছিল ২১ হাজার ৩১২ ডলার।
একই সঙ্গে আরেক ক্রিপ্টোকারেন্সি ইথারের দামও বেড়েছে। এ বছরেই ইথারের দাম বেড়েছে ২৯ শতাংশ। কয়েনগেকোর তথ্যানুসারে, সামগ্রিকভাবে ক্রিপ্টোকারেন্সির বাজার ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলার ছাড়িয়ে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।