![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-07%252F5a04e958-1688-4bd9-9908-3166ff70b308%252FCapture.JPG%3Frect%3D0%252C4%252C799%252C419%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2022-01%252F18c58c05-9e66-46f3-8946-4437460f8f90%252FBanner_7814X143.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
দুই আসনেই ‘একতারা’ প্রতীক চাইলেন হিরো আলম
হাইকোর্টের নির্দেশে প্রার্থিতা ফিরে পাওয়ার পরের দিন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম ‘একতারা’ প্রতীক বরাদ্দ চেয়েছেন।
আজ বুধবার দুপুর ১২টার দিকে বগুড়ার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসানের কাছে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম প্রথমে পছন্দের ‘সিংহ’ প্রতীক নেওয়ার কথা জানান। কিন্তু সিংহ প্রতীক রাজনৈতিক দলের জন্য নিবন্ধিত আছে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা। পরে হিরো আলম ‘একতারা’ প্রতীক বরাদ্দ চান।
এ সময় মাহমুদ হাসান আবেদন গ্রহণ করে হিরো আলমকে জানান, রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসকের কার্যালয় থেকে বেলা দুইটায় প্রতীক বরাদ্দ দেওয়া হবে।